জীবননাশের ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকিতে কামরুলের বিরুদ্ধে শ্যামনগর থানায় জিডি

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

জীবননাসের ও মিথ্যা মামলায় হয়রানি করার হুমকিতে শ্যামনগর থানায় গত ১৪ আগস্ট ৭৩৩ নং জিডি করেছে ৯নং বুড়িগোয়ালিনী ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম আবির।
জিডিতে তিনি উল্লেখ করেছেন। গত ১০ আগস্ট সকাল ১০ ঘটিকার সময় দাঁতিনাখালি আলেক মোড়ে ইউপি সদস্য শহিদুল ইসলাম আবিরকে একা পেয়ে পশ্চিম পোড়াকাটলা গ্রামের মৃত কাওছার মোড়লের পুত্র কামরুল ইসলাম ও সাইফুল ইসলাম,মন্তেজ সরদারের ছেলে এমদাদুল হক,এবং দাতিনাখালী গ্রামের শাহাজান গাজীর স্ত্রী রাবেয়া খাতুন অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ছাড়া বলে তোকে ইতিপূর্বে যেভাবে জেল খাটাইছি, আবারও মামলা দিয়ে জেল খাটাবো। এ ছাড়া তার ও তার পরিবারের সদস্যদের পথে ঘাটে একা পাইলে খুন যখন করবে বলে হুমকি দেয়। জিডিতে আরো উল্লেখ করা হয়েছে,শহিদুল ইসলাম আবির ও কামরুল ইসলাম গত ইউপি নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করে। এতে শহিদুল ইসলাম আবির এর কাছে কামরুল ইসলাম হেরে যাওয়ায় পর থেকে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। গত ১৩/০৬ ২৩ তারিখে কণা পারভীন (১৬)কে ভিক্টিম সাজিয়ে শ্যামনগর থানায় ৩৩ নং নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। যাহা ইতিপূর্বে ভিকটিম কোর্টে এফিডেভিট করে দিয়েছে ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিকৃত ঘটনা উঠিয়ে ধরেছে। বর্তমান ইউপি সদস্য শহিদুল ইসলাম আবির সহ তার পরিবারবর্গ নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে।