স্কুল শিক্ষিকা এশা ত্রিপুরা হত্যাকারীদের শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩


তপ্ত মাস্টার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এশা ত্রিপুরা (নবীনা) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠন

রবিবার (৩০ জুলাই) রাঙ্গামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।

এ মানববন্ধনে অংশ নেন সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন উন্নয়ন সংস্থা, নারী হেডম্যান কার্বারি অ্যাসোসিয়েশন, ব্লাস্ট, স্পার্ক, হিল ট্যাক্টস রাইটার্স ইউনিয়ন, মহিলা পরিষদ, উইমেন রিসোর্স নেটওয়ার্ক, সাবাঙ্গী, ত্রিপুরা কল্যাণ সমিতি, গর্জনতলী মহিলা সমিতিসহ বিভিন্ন সংগঠন।

এ সময় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- জাতীয় মানিবাধিকার কমিশনের সাবেক সদস্য ও সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের উপদেষ্টা নিরূপা দেওয়ান, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের চেয়ারপারসন টুকু তালুকদার, উইমেন রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়কারী নাই উ প্রু মারমা মেরী, স্পার্কের প্রতিনিধি পূর্ণা চাকমা, এশা ত্রিপুরার পরিবারের সদস্য ও প্রভাষক মুকুল কান্তি ত্রিপুরা, নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সান্তনা খীসা, গর্জনতলী মহিলা সমিতির সভানেত্রী সাগরিকা রোয়াজাসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বাথরুমে পড়ে মারা যাওয়ার কথা বললেও তার (এশা ত্রিপুরা) শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার এতদিন পরও এশার স্বামী উদ্দীপন ত্রিপুরাকে আইনের আওতায় আনা হয়নি। বক্তারা এশা ত্রিপুরার মৃত্যুর রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য গত ২১শে জুলাই শুক্রবার দিবাগত রাতে জেলা সদরের মহাজনপাড়ার ভাড়া বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এশা ত্রিপুরা। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি