দীর্ঘ দুইযুগ পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানে এল অজিরা

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২

তিনটি টেস্ট,তিনটি ওয়ান্ডে ও একটি টুয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানে আসল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রবিবার স্থানীয় সময় ভোরে তারা ইসলামাবাদে পৌঁছায়। এর আগে ১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া।এরপর নিরাপত্তা সহ নানা কারণে পাকিস্তান আসেনি দলটি।তখন পাকিস্তানের হোম সিরিজ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হত।তবে নিরাপত্তা ছাড়পত্র পাওয়ায় সব জল্পনা কল্পনা শেষে এবার পাকিস্তানে আসল অস্ট্রেলিয়া।

আগামী ৪ মার্চ প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে সিরিজ। ৪-৮ মার্চ অনুষ্ঠেয় ম্যাচটির ভেন্যু রাওয়ালপিন্ডি। এরপর ১২-১৬ মার্চ দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি এবং ২১-২৫ মার্চ সর্বশেষ ম্যাচটির ভেন্যু লাহোর। টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড আজ পাকিস্তানে এসেছে।এর নেতৃত্ব দিচ্ছেন প্যাট কামিন্স

টেস্ট সিরিজ শেষে আগামী ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে উভয় দল। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। আগামী ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এটিও ভেন্যুও রাওয়ালপিন্ডি।
সিরিজটি বাংলাদেশ দেখাবে সনি সিক্স।