বাগআঁচড়ায় ১৫ আগস্ট উদযাপনে প্রতিপক্ষের ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সন্মেলন

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২


মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বিশেষ প্রতিনিধিঃ

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন কে কেন্দ্র করে যশোর জেলার শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়নে প্রতিপক্ষের ষড়যন্ত্রের প্রতিবাদে শার্শা এবং বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দ সাংবাদিক সন্মেলন করেছেন। শার্শা বাজারস্থ স্বেচ্ছাসেবকলীগের অফিস কার্যালয়ে অনুষ্ঠিত ঐ সাংবাদিক সন্মেলনে মৌখিক বক্তব্য উত্থাপন করেন যশোর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক কনক সরদার।

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কনক সরদার বলেন, ১৫ই আগষ্ট জাতীয় শোকদিবস উদযাপনে অত্র উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে আজকে যারা বাধা প্রদানের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে,তারা জাতির শত্রু,দেশের শত্রু। ঐতিহ্যবাহী দল আ.লীগের লেবাস পরে তারা পাকিস্তানি তাবেদারিতে মত্ত হয়ে পড়েছে। ঐতিহ্যবাহী বাগআঁচড়ার বিদ্যাপ্রতিষ্ঠান বাগআঁচড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গনে বিশাল জনসভার আয়োজনে আয়োজিত জাতীয় দিবসটি পালন উপলক্ষ্যে বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দের পক্ষ থেকে যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে,গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত ব্যাক্তি ইলিয়াছ কবির বকুল শার্শার সাংসদ শেখ আফিল উদ্দিনের সহায়তায় অনুষ্ঠান বানচালের গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। প্রশাসন কে ভুলভাল বুঝিয়ে জাতীয় শোকদিবস কে ব্যাহত করার পায়তারা চালাচ্ছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে কনক সরদার বলেন, বাগআঁচড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে শোক দিবস পালনের লক্ষ্যে গত এক সপ্তাহ পূর্বে স্কুল কমিটি বরাবর আবেদন করা হলে তা গত ১১ আগষ্ট স্কুল কমিটি সর্বপ্রথম আমাদের পক্ষে অনুমতি প্রদান করে। সেই মোতাবেক বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঐ স্কুল মাঠে বিশাল আকারে “স্টেজ ডেকোরেশন” সহ সম্পূর্ণ মাঠ প্রাঙ্গন রঙ্গিন সাজে সজ্জিত করে রাখে,এতে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ পরাজিত চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল তার পৌষ্য সন্ত্রাসী বাহিনী দিয়ে অনুষ্ঠান বানচালের পায়তারা করছে। তবে, তিনি দ্ব্যার্থহীন কন্ঠে বলেন,১৫ ই আগষ্ট আমাদের জাতীয় অনুষ্ঠান,এটি উদযাপনে প্রতিপক্ষের পক্ষ থেকে যত প্রকার বাধা আসুক বাগআঁচড়া আ.লীগের প্রতিটি নেতাকর্মী উপযুক্ত জবাবের মাধ্যমে তা প্রতিহত করবে।

সাংবাদিক সন্মেলনে এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ৮নং বাগআঁচড়া ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক,শার্শা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক-মোঃ মিজানুর রহমান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক হাজী মোঃ বাবলু মিয়া, শার্শা উপজেলা যুবলীগের সদস্য সফিক মাহমুদ ধাবক, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সর্দ্দার শাহরিন আলম বাদল, শার্শা উপজেলা মৎসজীবী লীগের সভাপতি অহিদুজ্জামান সহ প্রমুখ।