বিদেশের মাটিতে টাইগারদের রানের পাহাড়; ইনিংস ঘোষণা

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

পাল্লেকেলেতে প্রথম টেস্টের তৃতীয় দিনে এসে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। তৃতীয় দিনে ১৮ ওভারে ৬৭ রান তোলে বাংলাদেশ। আর গত দিনে অপরাজিত মুশফিকুর রহিম ও লিটন দাস তুলে নেন অর্ধশতক। তামিম, শান্ত, মমিনুল, রহিম ও লিটন দাশের পারফর্মেন্সে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ৫৪১ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে।

মধ্যাহ্ন বিরতির আগে ২য় দিনের শেষ সেশনে বাংলাদেশের ব্যাটিং সৌন্দর্য থামিয়ে দিয়েছিল বৃষ্টি। তারপর খেলা শুরু হলেও মাত্র ৭ ওভার পর বৃষ্টিভেজা মাঠ আর আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা শেষ ঘোষণা করেন। তখনও খেলা বাকি ২৫ ওভার। দ্বিতীয় দিনে মুমিনুল হকের দলের আফসোস এই একটাই। এই ২৫ ওভার খেলা হলে বাংলাদেশের স্কোরটা হয়তো আরও সুন্দর দেখাতো। ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষে করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড: বাংলাদেশ

প্রথম ইনিংস:
বাংলাদেশ: ৫৪১/৭ (ডিক্লেয়ার)।
(তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২ এবং তাসকিন ৬*); (লাকমাল ৩৬-১৪-৮১-১, ফার্নান্দো ৩৫-৯-৯৬-৪, লাহিরু ২৮-৪-৮৮-১, ধনঞ্জয় ৩০-১-১৩০-১)।