ভারতে গঙ্গা-যমুনা নদীতে ভাসছে লাশ; জনমনে আতঙ্ক

প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, মে ১১, ২০২১

করোনা মাহামারীতে বিপাকে ভারত। প্রতিদিন বেড়েই চলেছে করোনার প্রকোপ। প্রতি মুহূর্তে সংক্রমণের ভয়ে আতঙ্কে আছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের ছবি দেখে শিউরে উঠছে ভারতবাসী। কারণ এই দুই রাজ্যে গঙ্গা ও যমুনা নদীতে ভেসে বেড়াচ্ছে প্রচুর মৃতদেহ।

রবিবার(০৯ মে) উত্তরপ্রদেশের হমিরপুর জেলায় এমনই ভয় ধরানো দৃশ্য চোখে পড়েছে। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় রাতের ঘুম উড়েছে স্থানীয়দের। করোনা আবহে মৃতের স্তূপ, গণচিতার সাক্ষী হয়েছে ভারত। এমন পরিস্থিতিতে অনেকেরই আশঙ্কা, যমুনায় ভাসতে থাকা মৃতদেহগুলি করোনা আক্রান্তদের হতে পারে। আর তেমনটা হলে মুহূর্তে ছড়িয়ে পড়বে সংক্রমণ।

ভারতের একাধিক রাজ্যের মতো উত্তরপ্রদেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। ফলে কোভিডে মৃতদেহ সৎকারের জায়গার অভাব দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। তাই যমুনায় ভাসতে থাকা দেহগুলি করোনা আক্রান্তদের হওয়াটা অস্বাভাবিক নয়। একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় প্রশাসনই নাকি মৃতদেহগুলি যমুনায় ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আবার উত্তরপ্রদেশের একাধিক জেলায় স্থানীয়দের যমুনা নদীতে মৃতদেহ ফেলতেও দেখা গিয়েছিল। করোনায় মৃতদেহের সংখ্যা ধামাচাপা দিতেই নাকি এই কাণ্ড বলেও অভিযোগ উঠেছে। এই সমস্ত ঘটনাই নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

একইরকম ঘটনার সাক্ষী থাকল বিহারের কাটিহারও। সেখানে দেড়শোরও বেশি কোভিডে মৃতের দেহ গঙ্গায় ভাসতে দেখা গিয়েছে। হাসপাতালে পড়ে থাকা যে সমস্ত মৃতদেহ পরিবারের তরফে চাওয়া হয় না, সেগুলিই নাকি হাসপাতালের কর্মীরা গঙ্গায় ফেলেছে বলে অভিযোগ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।