যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ সতর্কতা

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

করোনার কারণে বিশ্বের ৮০ ভাগ দেশে তাদের নাগরিকদের ভ্রমণ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরামর্শ দিয়েছে বলে  জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের ট্রাভেল গাইডলাইন নির্দেশনায় বলা হয়েছে, মহামারি ভ্রমণকারীদের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।

এই মুহূর্তে বিশ্বের ২০০টি দেশের মধ্যে ৩৪টি দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ না করতে নির্দেশনা রয়েছে। নতুন করে ৮০ ভাগ দেশ নিয়ে নির্দেশনা এলো।

করোনাভাইরাসে বিশ্বজুড়ে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৫ লাখের বেশি মানুষের।

ভ্রমণ ঝুঁকির তালিকায় নতুন করে কোন কোন দেশ যুক্ত হবে তার বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্রের পররাস্ট্র মন্ত্রণালয়। তবে কয়েক দিনের মধ্যই প্রত্যেক দেশ নিয়ে এই নির্দেশনা প্রকাশ করা হবে।