রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের উপর অবরোধ দিল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২২

রাশিয়া ইউক্রেন যুদ্ধের রেশ ধরে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার কোমর ভেঙ্গে দেওয়া চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব। এর জন্য বিশেষ ভাবে নিশানার শিকার রাশিয়ার ব্যাংকগুলো। এর মধ্যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার দিয়ে যাচ্ছে তার প্রতি সমর্থন জানানোর জন্য এটি একটি পদক্ষেপ।ইতোমধ্যে রাশিয়ার বিভিন্ন ব্যাংকে সুইফট ব্যাবস্থা থেকে ব্যান করেছে পশ্চিমা বিশ্ব। ইউক্রেনে হামলা বন্ধ না হলে সুইফটের লেনদেনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হতে পারে রাশিয়া।এতে করে দেশটির অর্থনীতির উপর চাপ আরও বেড়ে যাবে।

তবে পশ্চিমাদের উপরও পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া,যদিও তা পশ্চিমাদের মোকাবেলার জন্য যথেষ্ট নয়।