শ্যামনগরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের বেহাল দশা দেখার কেউ নেই

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২


এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা সড়ক। এই সড়কটি অত্যন্ত জন গুরুত্বপূর্ণ।প্রতিদিন চারটি ইউনিয়নের হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে উপজেলা সদরে আসা-যাওয়া করে। তাছাড়া এই জনগুরুত্বপূর্ণ সড়কে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মডার্ন কিন্ডার গার্ডেন স্কুল, প্রাণী সম্পদ অধিদপ্তর, গোপালপুর শহীদ মিনার,৭১ এর বীর শহীদদের কবর স্থান, সুন্দরবন পিকনিক কর্নার,ইতিহাসিক রাধা কৃষ্ণ গোবিন্দ মন্দির ও ফ্রেন্ডশিপ হাসপাতালে প্রতিনিয়ত সাধারণ মানুষের চলাচল। উপজেলা প্রশাসনের চত্বর থেকে শুরু করে গোপালপুর মোড় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ভগ্নদশায় থাকলেও কোন প্রতিকারের ব্যবস্থা করছে না কর্তৃপক্ষ। অল্প বৃষ্টি হলেই সড়কটিতে হাঁটু পানি হয়ে যায়। তাছাড়া ওই ভগ্নদশা স্থানে যানজটের সৃষ্টি হয়।
এবং প্রতিনিয়ত মটরসাইকেল,মটর ভ্যান, প্রাইভেট, মাইক্রো, মালবাহী ট্রাক দুর্ঘটনার স্বীকার হচ্ছে। যাহার কারণে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে এ সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষের। উপজেলা প্রশাসনের নাকের ডগায় ঘটনাটি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক কেন জানি নড়ছে না এমনটাই প্রশ্ন জনমনে। সবকিছুর পরেও দ্রুত সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই সড়কের ভগ্নদশা নিরসন হবে এমনই প্রত্যাশা সকলের।