সন্তান জন্ম দিলেই ৮৫ লাখ টাকা!

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

বাংলাদেশের জনসংখ্যা দিন গেলেই দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় জনসংখ্যা নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি গ্রহণ করার কথা বলা হয়। কিন্তু দক্ষিণ কোরিয়ার একটি শহরে ঠিক এর বিপরীত ঘটনা দেখা যায়। সেখানে দম্পতিদের সন্তান নেওয়ার সিদ্ধান্তে উৎসাহিত করতে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে। সন্তানের জন্ম দিলেই মোটা অঙ্কের আর্থিক সুবিধা দেওয়া হবে। আর সেই অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৮৫ লাখ টাকারও বেশী।

এই উদ্যোগের কারণ ওই শহরে জনসংখ্যা দিন দিন কমে চলেছে। ক্রমহ্রাসমান জনসংখ্যার বিরুদ্ধে লড়াই করার প্রয়াসে দক্ষিণ কোরিয়ার এই শহর বাসিন্দাদের মা-বাবা হওয়ার জন্য নতুন নীতি নিয়ে এসেছে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার জন্মসংখ্যা মৃত্যুর হারের চেয়ে কম থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালে দক্ষিণ কোরিয়ায় ২ ৭৫,৮১৫ জন জন্ম নেয় এবং ৩০৭,৭৬৪ জন মারা যায়।