স্বাস্থ্যবিধি না মানায় শার্শা, অভয়নগর ও কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; জরিমানা আদায়

প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২১

করোনা বিধি না মানা অপরাধে শার্শা, বেনাপোল, অভয়নগর ও কেশবপুরে অভিযান চালিয়ে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার(০৩ জুন) উক্ত অভিযান পরিচালনা করা হয়।

শার্শা উপজেলার বিভিন্ন জায়গায় তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাদাভাবে তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন৷ সকালে বেনাপোল বাজার ও নাভারণ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার মীর আলিফ রেজা৷ এসময় মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন না করার অপরাধে ০৫ টি মামলায় ২৭০০ টাকা জরিমানা আদায় করা হয়৷
বিকালে বেনাপোল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি৷ তিনিও স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ৪০০ টাকা জরিমানা করেন৷
এছাড়া নাভারণ এলাকায় বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম৷ তিনি ০৫ টি মামলায় ২৭০০ টাকা অর্থদণ্ড করেন৷ র‌্যাব এর একটি টিম উক্ত মোবাইল কোর্টকে সহায়তা করে৷

অপরদিকে অভয়নগরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছেন৷ সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল মাস্ক পরিধান না করে ব্যবসা করা, স্বাস্থ্যবিধি প্রতিপালন না করার অপরাধে মোট ৮টি মামলায় ৪,৫০০ টাকা জরিমানা আদায় করেন৷ এছাড়াও অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো আমিনুর রহমান ১১ টি মামলায় ১০,২০০ টাকা জরিমানা করেন৷
কেশবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এম. এম. আরাফাত হোসেন। তিনি বিভিন্ন অপরাধে ১১ টি মামলায় ২৫০০ টাকা জরিমানা আদায় করেন৷