এবার ভারতকে পানি দিবে না ভূটান

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

চীন, নেপাল আর পাকিস্তান। এই তিন প্রতিবেশীর সম্পর্ক খারাপ করে বেকায়দায় ভারত। সেই পালে এবার হাওয়া দিচ্ছে আরেক প্রতিবেশী দেশ ভুটানও।

 

ভারতের দাবি, সীমান্তে একের পর এক বেআইনি কাজ করছে চীন ও নেপাল। চীনের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ভারতের ২০ সেনা। ওদিকে বিহারের লাগোয়া সীমান্তে নেপাল পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন সাধারণ এক ব্যক্তি। গুরুতর আহত হয়েছিলেন আরও তিনজন।
চীন ও নেপালের সঙ্গে পাল্লা দিয়ে এবার ভারতকে বেকায়দায় ফেলছে ভুটান। আড়ালে-আবডালে ভারতীয় চাষিদের পানি দেয়া বন্ধ করে দিয়েছে দেশটি।
আসামের বাকসা জেলা দিয়ে প্রবাহিত চ্যানেলের মাধ্যমে ভারতীয় কৃষকরা চাষের জন্য পানি পেতেন এতদিন। কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল সেই সেচ চ্যানেল। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ডং। আসামের বাকসা জেলার ২৬টি গ্রামের বহু কৃষক ওই চ্যানেলের পানির উপর নির্ভরশীল।