ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২২

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এমন দাবি করেছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি জাপানের জলসীমায় পড়েছে।  ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ার আগে এক ঘণ্টারও বেশি সময় ধরে উড়ে। ধারণা করা হচ্ছে, এটি ৬ হাজার কিলোমিটারের বেশি উঁচ্চতায় উঠেছিল।

জাপানের কর্মকর্তারা ধারণা করছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ১ হাজার একশ কিলোমিটারের বেশি দূরে পৌঁছানোর সক্ষমতা রাখে। যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। ২০১৭ সালে শেষবার উ. কোরিয়াকে এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখা যায়। তবে  নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।