সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে২২ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

বি এম বাবলুর রহমান:-(সাতক্ষীরা -প্রতিনিধি)
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২ সমাপ্ত হয়েছে। সভাপতি সাত্তার, সম্পাদক বাবলু, সাংগঠনিক শিমুল।

বুধবার (১৬ মার্চ) সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় । দেশের সর্ববৃহৎ সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির এই নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৫৬ টি ভোটাররাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ রবিউল ইসলাম , সহকারী নির্বাচন কমিশনার , অ্যাড: আ,ক: ম: শামসুদ্দোহা ( খোকন) অ্যাড: এস,এম আজমির হোসাইন ( রোকন), অ্যাড এস, এম, আবুল বাসার, অ্যাড: মোঃ আমিনুর রহমান সুত্রে জানা গেছে সভাপতি হিসাবে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুস সাত্তার। সাধারণ সম্পাদক হিসাবে মোঃ আব্দুল মান্নান বাবলু ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং সাংগঠনিক সম্পাদক পদে সাংবাদিক মোঃ মেহেদী হাসান শিমুল। এছাড়া সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন রমজান আলী-২১৭ ভোট ও তারক চন্দ্র রায়-২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ন সম্পদক হিসাবে-২৫৭ ভোট পেয়ে শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সহ সম্পাদক দেবাশীষ রায় ২৮৫ ভোটে নির্বাচিত হয়েছেন।কোষাধ্যক্ষ নরেশ মল্লিক ২৮৩ ভোটে নির্বাচিত হয়েছেন। সদস্যের মধ্য নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন ২০৯ ভোট, মোঃ কামরুল ইসলাম-২৬৭ ভোট, ধর্ম বিশ্বাস মোহন -২২৫ ভোট, মোঃ আবু সাঈদ বিশ্বাস-২০৬ভোট, ও মোঃ আবু সাঈদ(-৩) ২২২ ভোটে নির্বাচিত হয়েছেন।

এছাড়া প্রতিদ্বন্দ্বিতা করেন সভাপতি পদে আতিয়ার রহমান ১৮ ভোট, মোঃ কামরুজ্জামান-২০১, মোঃ আব্দুর রহমান (২)-১৮৬, মোঃ শফিকুল সরদার-১৫৬ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ রকিবুল ইসলাম রাকিব-১২১ভোট, সাইফুল ইসলাম বাবু -১৩৬ ভোট, যুগ্ন সম্পদক মোঃ জাহারুল ইসলাম -১৮২ ভোট, সহ সম্পদক মোঃ আব্দুল্লাহ মন্টু- ১৪১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মহাসিন হোসেন- ১৮৯ ভোট, মোঃ রহমত আলী- ১৬১ ভোট পেয়েছেন। সদস্যদের মধ্যে – মোঃ শামছুর রহমান-১২৬,শামিম আক্তার মিরান মুকুল -১৩১ ভোট, শাহাদাত হোসেন ১৯৭ ভোট পেয়েছেন।

নব নির্বাচিত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান বাবলু ও সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান শিমুল জানান সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্যদের উন্নায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবেন। সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া সমিতিকে সঠিক ভাবে পরিচালনা করতে সকল সদস্যদের সহযোগিতা কামনা করেছেন।