তালায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২


বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)

মাদকবিরোধী অভিযানে উপজেলার ইসলামকাটি থেকে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীদের কে আটক করেছেন থানা পুলিশ।
সোমবার (১৩ ই জুন) বিকাল ১৭.৩০ টার সময় তালা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সুজনসহা ঘোনার মাঝখানে একটি মোটর সাইকেল আসা দুজন মাদক ব্যবসায়ী ফেনসিডিলসহ গ্রেফতার করেছে।গ্রেফতার কৃত আসামিরা হলেন পাটকেলঘাটা থানার মিটাবাড়ি গ্রামের মৃত তাজেল মোড়ল এর পুত্র মোঃ রবিউল মোড়ল(৩৭) ও উপজেলার সুভাষিনী গ্রামের আবু দাউদ সরদারের পুত্র মোঃ ফারুক হোসেন (২৩) এ সময় তাদের কাছ থেকে পুলিশের চ্যালেঞ্জে ০৮ (আঁট) পিচ ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ কোডিনন জাতীয় মাদক ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করেন এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত খবর জানা গেছে।
সূত্র মতে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন এর নেতৃত্বে এসআই ইমন হাসান, এ এস আই মুস্তাফিজুর রহমান সহ পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নারায়নপুর গ্রামস্থ সুজনসাহা থেকে ঘোনা গামী জনৈক মোঃ আহাদ আলী এর জমির সামনে পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে এই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।