শার্শায় ৪৯ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২

রাকিব উদ্দিনঃ ৫১ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ যশোর (৪৯ বিজিবি)’র পক্ষ থেকে ১৬ই ডিসেম্বর দিনব্যাপি শার্শা উপজেলার ডিহি ইউনিয়নাধীন কাশিপুর হাইস্কুল প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)’র যশোর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

১৬ই ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯ ঘটিকার সময় যশোর জেলার শার্শা উপজেলার ডিহি ইউনিয়নাধীন সীমান্তবর্তী কাশিপুর ব্যাংদা হাইস্কুল প্রাঙ্গণে ৩০০ অসহায় ও দুঃস্থদের মাঝে যশোর ৪৯ বিজিবি’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)’র যশোর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী। একই সাথে উক্ত এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ৩৫৫ জন মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। সকাল ৯টা থেকে কাশিপুর হাই স্কুলে প্রাঙ্গনে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ৯৫ জন পুরুষ এবং ২৬০ জন নারী সহ সর্বমোট ৩৫৫ জন বিভিন্ন রুগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা সহ সেবা গ্রহীতার মাঝে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া মহান ৫১ তম বিজয় দিবস উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ যশোর (৪৯ বিজিবি)’র পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কর্মসুচি’র কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান (৪৯ বিজিবি)’র যশোর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।